ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা গ্রামে বুধবার বিকালে দু’দল গ্রামবাসীর মধ্যে সাড়ে তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১০ পুলিশসহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় বুধবার রাতেই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মধ্যস্থতায় এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার প্রমুখ।
সমঝোতা বৈঠকে উভয়পক্ষ আর কোন সংর্ঘষ করবে না মর্মে স্বাক্ষর প্রদান করবে। পাশপাশি আগামী শনিবার বিকাল ৩টায় সালিসী বৈঠকে মাধ্যমে এই সংর্ঘষে সমঝোতা হবে বলে জানানো হয়।
এই ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা বিষয়টি নিশ্চিত করে বৃহস্প্রতিবার দুপুরে জানান, বুধবার রাতে উভয় পক্ষকে উপজেলায় ডাকা হয়ে ছিল। তাদের বলা হয়েছে আর যাতে কোন সংর্ঘষ ঘটনা না ঘটে। এসময় তারা সংর্ঘষ করবে না বলে আমাদের কাছে অঙ্গিকার করেছে।
Leave a reply