নিজের ১ মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে দেয়ার ঘোষণা তাইওয়ানের প্রেসিডেন্ট’র

|

ছবি: সংগৃহীত

নিজের এক মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে দেয়ার ঘোষণা দিয়েছেন ৬৬ বছর বয়সী তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। খবর রয়টার্স’র।

শুধু প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনই নয়, একই পথে হেঁটেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট উইলিইয়াম লাই। তিনিও এক মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে প্রদান করেছেন। গুঞ্জন আছে যে, লাই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। বৈরী আবহাওয়া ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে দেশটিতে বারবার উদ্ধার অভিযান ব্যর্থ হচ্ছে। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের বহু দেশ ও ব্যক্তি।

গত বছর প্রেসিডেন্ট সাই ও ভাইস প্রেসিডেন্ট লাই একইভাবে নিজেদের এক মাসের বেতন প্রদান করে যুদ্ধে ক্ষতিগ্রস্থ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল।

উলেখ্য, তুরস্কের গাজিয়ানটপে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply