বেলজিয়ামের নতুন কোচ তেদেসকো

|

ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে বেলজিয়াম নকআউট পর্বে উঠতে ব্যর্থ হলে পদত্যাগ করেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ। তার পদত্যাগ করার এক মাস পর নতুন কোচ নিয়োগ দিলো বেলজিয়াম। ফিফা র‍্যাংকিং’র চার নম্বর দলের দায়িত্বভার পেলেন লাইপজিগের সাবেক কোচ দোমেনিকো তেদেসকো। খবর গোল ডট কম’র।

২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তেদেসকোর সঙ্গে চুক্তির বিষয়টি বুধবার (৮ ফেব্রুয়ারি) জানিয়েছে বেলজিয়ান এফএ। আগামী ২৪ মার্চ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সুইডেনের মুখোমুখি হবে বেলজিয়াম। বেলজিয়ামের কোচ হিসেবে ৩৭ বছর বয়সী তেদেসকোর এটি হবে প্রথম ম্যাচ।

ইতালিতে জন্ম নেয়া তেদেসকো বেড়ে উঠেছেন জার্মানিতে। শালকে ও স্পার্তাক মস্কোর কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। প্রথমবার কোনো জাতীয় দলকে কোচিং করাতে উন্মুখ হয়ে আছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে প্রাথমিক পর্ব থেকে বেলজিয়াম ছিটকে পড়ার পর গত ডিসেম্বরে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন মার্টিনেজ। ২০১৬ সাল থেকে রেড ডেভিলদের কোচ ছিলেন তিনি।

বেলজিয়ামকে বিদায় বলা ৪৯ বছর বয়সী মার্টিনেজ এরই মধ্যে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। গত মাসের শুরুতে কোচ হিসেবে তাকে নিয়োগ দেয় পর্তুগাল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply