Site icon Jamuna Television

জামালপুরে বাস-পিকআপভ্যানের সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপনডেন্ট, জামালপুল:

জামালপুরে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুরের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপভ্যান চালক ৩৪ বছর বয়সী সৌরভ ময়মনসিংহ সদর এলাকার কিষ্টপুর গ্রামের মির্জা তপির ছেলে।

পুলিশ জানায়, সকালে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান চালক মির্জা তৌফিক তানভির সৌরভ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

ইউএইচ/

Exit mobile version