বইমেলার শিশু চত্বরে ইকরি-শিকু-হালুমদের সাথে আনন্দে মেতেছিলো শিশুরা

|

ছুটির দিনে বইমেলার শুরুটাই ছিলো শিশুদের দখলে। এদিন, শিশু প্রহরের প্রধান আকর্ষণ সিসিমপুরের চরিত্রদের সাথে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা শিশুরা ঘুরে বেড়িয়েছে বইমেলার শিশু চত্বরে। নিজেদের লেখা ও আঁকায় শিশুদের হাতে তৈরি বইয়ের প্রকাশনা উৎসব রঙ ছড়িয়েছে শিশু চত্বরে। রঙ-বেরঙের মলাট দেখে পছন্দের বইটি সংগ্রহ করেছে অসংখ্য ক্ষুদে পাঠক।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা বাজতেই বইমেলায় হাজির শিশুরা। শিশু প্রহরের প্রধান আকর্ষণ সিসিমপুরের অস্থায়ী মঞ্চ তখন তাদের পদচারণায় মুখর।

মঞ্চে উঠে আসে টুকটুকি, হালুম, ইকরিসহ শিশুদের পছন্দের সব চরিত্র। বই পড়া, পুষ্টিকর খাবার খাওয়া, ভালো কাজ করা, সত্য বলাসহ শিশুদের মানসিক বিকাশের নানা শিক্ষনীয় বিষয় উপস্থাপন হয় খেলার ছলে। শিশুরাও হেসে খেলে শিখে নেয় জীবনের পাঠ। শুধুই কি সিসিমপুর? সবাইকে তাক লাগিয়ে শিশুরাও প্রকাশ করলো নিজেদের হাতে তৈরি নিজেদের বই। যার প্রচ্ছদ, বাধাই, ছবি ও লেখা সবই করেছে শিশুরাই। এছাড়াও, শিশু চত্বরের প্রতিটি স্টলে ছিল ক্ষুদে পাঠকদের ছুটোছুটি। কে কোন বই কিনবে যেন তারই প্রতিযোগিতা পুরো শিশু চত্বরে।

শিশুদের এমন অবারিত স্বাধীনতা আর বইয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধিতে এমন আয়োজনে তৃপ্ত সবাই। কচিকাচাদের মানসিক বিকাশে এমন আয়োজন প্রতিনিয়ত হোক, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে আজকের শিশু প্রহর শেষ হলেও, থেমে ছিলো না ক্ষুদে পাঠক-দর্শনার্থীদের আনাগোনা। বড়দের হাত ধরে চলে তাদের বইমেলা অভিযান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply