তুরস্কে ৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০ দিনের শিশু

|

৯০ ঘণ্টা পর কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতক শিশু ও তার মাকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ দিন বয়সী ইয়াগিজ নামের ওই শিশুকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। একটি ভিডিওতে দেখা যায়, ইয়াগিজকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একই সাথে ওই শিশুর মাকেও উদ্ধার করা হয়েছে।

এদিকে সময় যতো গড়াচ্ছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের আশা ততোই কমছে। তুষারপাত, তীব্র ঠান্ডা, বৃষ্টি, খাবার ও পানির অভাবে এতক্ষণ কোনো রকমে ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা প্রাণগুলো আর কতক্ষণ টিকে থাকতে পারবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনও অনেক স্থানে সহায়তা পাঠানো যায়নি। আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও এ বিশাল বিপর্যয় সামাল দেয়ার জন্য তা যথেষ্ট নয়। ফলে প্রতি মুহূর্তেই নিভছে আশার আলো। ৫ দিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার। সঠিক সময়ে জীবিতদের উদ্ধার করা না গেলে মৃতের সংখ্যা দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply