জেলেনস্কির ইউরোপ সফরের পর আরও ব্যাপক হামলা রুশ বাহিনীর

|

ভোলদেমির জেলেনস্কির ইউরোপ সফরের পর আরও ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া, এমনটাই দাবি ইউক্রেন কর্তৃপক্ষের। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দফায় দফায় মিসাইল ছোড়ে পুতিন বাহিনী। খবর এএফপির।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, শুক্রবার আজভ সাগর থেকে ৭টি ইরানি কামিকাজে ড্রোন এবং কৃষ্ণ সাগর থেকে ৬টি কালিব্র ক্রুজ মিসাইল ছোড়া হয় ইউক্রেনের ভূখণ্ডে।

ইউক্রেনীয় বিমান বাহিনী আরও জানায়, এরমধ্যে ৫টি ড্রোন ও ৫টি ক্রুজ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। বেশিরভাগ হামলা করা হয় খারকিভ এবং জাপোরিঝিয়া অঞ্চলকে লক্ষ্য করে।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply