যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আরও কিছু গোপন সরকারি নথি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তার ইন্ডিয়ানার বাসভবনে এফবিআইয়ের তল্লাশিতে উদ্ধার হয় এসব নথি। খবর আলজাজিরার।
এ প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে পেন্সের মুখপাত্র জানান, বাড়িতে না থাকলেও অনুসন্ধানে প্রশাসনকে যথাযথ সহযোগিতা করেছেন পেন্স। তল্লাশির সময় পেন্সের একজন আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
এর আগে, গত মাসেই রিপাবলিকান এ নেতার বাড়িতে মিলেছিল আরও কিছু সরকারি নথি। পরে এফবিআই এর কাছে হস্তান্তর করা হয় সেগুলো। তবে সেগুলোর বিষয়বস্তু প্রকাশ করেননি গোয়েন্দা কর্মকর্তারা। এ বিষয়ে চলছে তদন্ত।
প্রসঙ্গত, গত বছর থেকে সরকারি নথিপত্র নিয়ে বিপাকে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনও। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকেও উদ্ধার হয় স্পর্শকাতর সরকারি নথি।
/এসএইচ
Leave a reply