নড়াইল প্রতিনিধি:
নড়াইল-যশোর মহাসড়কের উভয়পাশ ৬ ফুট প্রশস্থকরণের জন্য শনিবার (১১ ফেব্রুয়ারি) কাটা হচ্ছিল রাস্তার দুই ধারের গাছ। এতে প্রকাণ্ড একটি গাছ রাস্তার ওপর পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর তখন লোহাগড়া থেকে নড়াইল ফিরছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।
যানজটে মাশরাফির গাড়িটও আটকে থাকে প্রায় পৌনে এক ঘণ্টা। তখন গাড়ি থেকে নেমে আসেন মাশরাফী। আর রাস্তায় পড়ে থাকা গাছ সরান মাশরাফী।
গাড়ি থেকে শ্রমিকদের উদ্দেশে নড়াইল এক্সপ্রেস বলেন, ভাই আপনারা দিনে গাছ কাটছেন কেন? এতে যানজট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে।
তার কথা শেষ হতে না হতেই বিপরীত দিক থেকে আসে অ্যাম্বুলেন্সের শব্দ। লোকজন বেশি দেখে অ্যাম্বুলেন্স চালক কিছুটা দূরে দাঁড়ান।
মাশরাফী এ সময় বলে উঠেন, ভাই সবাই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেন, আগে যেতে দেন। তার সাথে থাকা সকলে মিলে রাস্তা থেকে গাছ সরাতে শুরু করেন। মাশরাফী নিজেও তাতে অংশ নেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনে গাড়িগুলো হাতের ইশারায় পার করেন।
মাশরাফীর এমন উদ্যোগের কারণে রাস্তার পাশে থাকা লোকজন তাকে হাসিমুখে হাত নেড়ে ধন্যবাদ জানান। তিনিও হাসি মুখে হাত নেড়ে জবাব দেন।
যানজটে আটকে থাকা ষাটোর্ধ জব্বার মিয়া নামের এক ব্যক্তি বলেন, লোকমুখে তার অনেক প্রশংসা শুনেছি। আজ নিজের চোখে দেখলাম। শুধু মাশরাফী বলেই হয়তো জনগণের কষ্ট দেখে নিজে রাস্তায় নেমে গাছ সরালেন।
বিকাশ সাহা নামের এক পথচারী বললেন, তিনি শুধু মাঠের নেতা নয়, জনগণের নেতাও। এমন নেতা থাকলে উন্নয়ন কেবল সময়ের বিষয়।
/এএআর/এমএন
Leave a reply