ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ছাড়ালো

|

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের পর ছয় দিন পেরিয়ে যাওয়ায় আরও ক্ষীণ হয়েছে জীবিত উদ্ধারের সম্ভাবনা। খবর আল জাজিরা ও রয়টার্সের।

বিভিন্ন দেশের সহায়তায় চলছে উদ্ধার অভিযান। অলৌকিকভাবে জীবিত উদ্ধারও হচ্ছে কেউ কেউ। মৃতের সংখ্যা বেড়ে চলায় কঠিন হয়ে পড়েছে লাশ দাফন। তুরস্ক-সিরিয়া দুই দেশেই ব্যবস্থা করা হয়েছে গণকবরের। ভূমিকম্পে বেঁচে যাওয়ারা ভিড় করছেন আশ্রয়কেন্দ্রগুলোতে। সেখানেও খাবার ও পানির তীব্র সংকট। জাতিসংঘসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে চলছে ত্রাণ তৎপরতা।

তুর্কি প্রশাসন বলছে, দেশটিতে ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ৬ হাজারের বেশি ভবন। সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় এখনও উদ্ধার তৎপরতা ও ত্রাণ পৌঁছানো নিয়ে রয়ে গেছে জটিলতা। সোমবার তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই কোটি মানুষ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply