কানাডার আকাশে ধ্বংস হলো ইউএফও

|

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা স্পাই বেলুন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র জানায়, আরও অন্তত ৪০টি দেশের আকাশে গোপনে উড়ে বেড়াচ্ছে চীনা গুপ্তচর বেলুন। এই বিতর্কের মধ্যেই এবার কানাডার আকাশসীমায় ধ্বংস করা হয়েছে ‘রহস্যজনক উড়ন্ত বস্তু’ বা ইউএফও। মার্কিন যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু থেকে ছোড়া গোলায় পতিত হয়েছে সেটি। খবর সিএনএন এর।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কানাডার আকাশসীমা লঙ্ঘন করে ভাসমান ওই বস্তুটি। প্রেসিডেন্ট বাইডেনের সাথে কথা বললে বিশালাকার বেলুন সদৃশ বস্তু ধ্বংসের নির্দেশ দেন তিনি। কানাডা ও যুক্তরাষ্ট্র দুই দেশের এয়ারক্রাফটই অংশ নেয় সেই অভিযানে।

বেলুরটিকে ধ্বংসের আগে প্রায় ২৪ ঘণ্টা সেটি পর্যবেক্ষণ করা হয় বলে জানায় হোয়াইট হাউস। তবে এর গঠন সম্পর্কে কিছু জানা যায়নি। বেলুনের ধ্বংসাবশেষ সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ট্রুডো। এর একদিন আগেই মার্কিন আকাশসীমায় ধ্বংস করা হয় আরেকটি রহস্যজনক উড়ন্ত বস্তু। মার্কিন আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ধ্বংসের এক সপ্তাহের মাথায় ঘটলো এ ঘটনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply