দুর্দান্ত খেলেও পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য হলো চেলসি

|

ছবি: সংগৃহীত

লন্ডন ডার্বিতে ওয়েস্টহামের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয়ের দেখা পেলো না গ্রাহাম পটারের দল। ওয়েস্টহামের ঘরের মাঠে গিয়ে চেলসি ড্র করেছে ১-১ গোলে। আর, ২২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চেলসি।

এই নিয়ে সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাত ম্যাচেই জয়হীন চেলসি। ম্যাচের প্রথম ২২ মিনিটের মধ্যেই ওয়েস্ট হামের জালে তিনবার বল পাঠান চেলসির ফুটবলাররা। যদিও দুটি গোল অফসাইডে বাতিল হয়। নিষেধাজ্ঞা থেকে ফেরা হোয়াও ফেলিক্স ১৬ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন। ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড এলোমেলো করে চেলসিতে আসা আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের ভাসানো বলে পা ছুঁইয়ে বল জালে পাঠান ফেলিক্স।

তবে এই গোলের পর ম্যাচের দৃশ্যপট অনেকটাই পাল্টে যায়। চেলসির রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ওয়েস্টহাম। ২৪ মিনিটে সহজ সুযোগ মিস করা ওয়েস্টহাম তিন মিনিট পরে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে সমতায় ফেরে তারা। তবে শেষ মুহূর্তে ভিএআরে টম সুচেকের করা গোল বাতিল হলে হারের লজ্জা পেতে হয়নি চেলসিকে।

আরও পড়ুন: ঘরের মাঠে বেন্টফোর্ডের বিপক্ষে ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো আর্সেনালকে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply