ছয়দিন ধরে ধ্বংসস্তূপে আটকে পড়া মনিবের অপেক্ষায় কুকুর

|

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আজ ষষ্ঠতম দিন। এখনও আটকে থাকা স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপের সামনে বসে আছে স্বজনরা। তবে তুরস্কের হেতে প্রদেশে চোখে পড়লো আরেক হৃদয়বিদারক দৃশ্য। এই ছয়দিনেও এক কুকুরকে কোনোভাবেই সরানো যাচ্ছে না ঘটনাস্থল থেকে। নিজে জীবিত বের হয়ে আসতে পারলেও ভেতরে আটকে আছে মনিব। তাই অপেক্ষায় সেখানেই বসে আছে এই প্রাণী। খবর লোকাল ১২ এর।

ভূমিকম্পে নিজেও আহত হয়েছে কুকুরটি। না খেয়ে এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে সে। স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দিলেও ধ্বংসস্তূপ থেকে তাকে দূরে রাখা যায়নি। বারবার ফিরে এসেছে ধ্বংসস্তূপের কাছে। উপায় না পেয়ে ঘটনাস্থলের কাছেই কুকুরটির জন্য একটি ম্যাট্রেসের ব্যবস্থা হয়েছে। সেখানেই পড়ে আছে সে।

এরই মধ্যে ওই কুকুরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয়রা বলছেন, যখনই উদ্ধারকারীরা যন্ত্রপাতি নিয়ে তৎপর হয়, তখনই অস্থির হয়ে ওঠে কুকুরটি। হয়তো আশা করে, পাওয়া যাবে তার মনিবকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply