‘ভারী শিল্পে বড় শিল্প গোষ্ঠীর বিনিয়োগের জন্য নীতিমালা তৈরির সময় এসেছে’

|

বৃহৎ শিল্প গ্রুপগুলো যাতে ভারী শিল্পে বিনিয়োগ করে, সে ধরনের নীতিমালা তৈরির সময় এসেছে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ইকনোমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ তাগিদ দেন।

এ সময় বিভিন্ন খাতে কর সমন্বয়সহ ২৩ দফা নীতি সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন ইআরএফের নেতারা। করদাতাদের জন্য সার্বজনীন পেনশনের আওতায় বিশেষ সুবিধা দেয়ার দাবিও জানান অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকরা।

অন্যদিকে, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, অব্যাহত উদ্যোগের ফলে রিটার্ন জমা দেয়ার হার বেড়েছে। গেলো বছরে ২২ লাখ রিটার্ন দাখিল হয়েছিল। এ বছর রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৫ লাখ।

আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম আরও বলেন, কর্মসংস্থানের চাহিদা পূরণে ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোকে হাইটেক শিল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply