গাজীপুরে কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে পরিবেশ

|

অবৈধভাবে গড়ে ওঠা কারখানার বর্জ্যের কারণে গাজীপুরে নষ্ট হচ্ছে পরিবেশ। মরে যাচ্ছে পুকুরের মাছ। দূষিত পানি আর বাতাসে অসুস্থ হয়ে পড়েছে স্থানীয় মানুষ।

স্থানীয়দের অভিযোগ, পানি ও বাতাসে দূষণ ছড়িয়ে পড়ায় অনেকে আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা জটিল রোগে।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঘুরে দেখা যায়, একটি কারখানার বাইরে জুট মিলের সাইনবোর্ড ঝুললেও ভেতরে তৈরী হচ্ছে ব্যাটারি। যার ক্ষতিকারক রাসায়নিকে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এনিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি কারখানা সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, শুধু এ কারখানার ক্ষেত্রে নয় এমন আরও অনেক কারখানা চন্দ্রা এলাকায় রয়েছে। প্রশাসনের উদাসীনতায় এসব অবৈধ কারখানা চালু রয়েছে।

কালিয়াকৈরের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply