কিমের কন্যাই কি তার উত্তরসূরি?

|

কিম জং উন এবং তার দ্বিতীয় কন্যা জু আয়ে। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি সামরিক ভোজে ৯ বছরের কন্যাসহ অংশ নিতে দেখা গেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। কালো রঙয়ের কোট পরে সামরিক বাহিনীর সে ভোজে বাবা-মায়ের ঠিক মাঝের চেয়ারে বসে ছিলেন কিম কন্যা। গুরুত্বপূর্ণ এ বৈঠকে কন্যাকে নিয়ে উপস্থিত হওয়ায় প্রশ্ন জেগেছে অনেকের মধ্যে। তাহলে কি কিমের উত্তরসূরি হতে চলেছেন তার এ কন্যা? খবর বিবিসির।

অনেকেই ধারণা এমনটিই। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, কন্যাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই অনুষ্ঠানে নিয়ে এসেছেন কিম জং উন। এছাড়া গত কয়েক মাস ধরেই সামরিক বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে। কিছু বিশেষজ্ঞের ধারণা, সম্প্রতি মেয়েটির এমন ঘন ঘন আনাগোনা জানান দিচ্ছে কয়েক দশকের কর্তৃত্ববাদী পারিবারিক শাসনের তিনিই পরবর্তী উত্তরসূরি।

জানা গেছে, কিম জং উনের দ্বিতীয় কন্যা তিনি। নাম জু আয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। তবে সেই গোপনীয়তাকে দূরে ঠেলে মেয়েকে বারবারই প্রকাশ্যে আনছেন। সেসবের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে কিম তার কন্যার ভোজনকে সামরিক কর্মকর্তাদের ‘স্বপ্নপূরণ’ হিসাবে আখ্যা দেন। জু আয়ে ভোজসভায় প্রবেশের পর সামরিক কর্মকর্তারা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান।

প্রসঙ্গত, কোরিয়ান পিপলস পার্টির (কেপিএ) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হয়েছিল এ সামরিক ভোজের আয়োজন। সেই সময় কিম তার স্ত্রী রি সল জু ও দ্বিতীয় সন্তানকে নিয়ে সামরিক ব্যারাক পরিদর্শন করেন। পরে ভোজসভায় যোগ দেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply