জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদের আপাতত দায়িত্ব পালন করতে পারবেন। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশের ওপর কোনো আদেশ দেননি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের আইনজীবী জানিয়েছেন, এর ফলে জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ বহাল থাকলো। জিয়াউল হক মৃধা নামে জাতীয় পার্টির এক নেতাকে বহিস্কার করেছিলেন জি এম কাদের। সেই আদেশের বৈধতা নিয়ে বিচারিক আদালতে মামলা করেন মৃধা। সেখানে মৃধার পক্ষে আদেশ দিয়ে কোর্ট জি এম কাদেরকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেন। পরে সেই আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
/এমএন
Leave a reply