রাজবাড়ী প্রতিনিধি :
কলেজে ভর্তির কথা বলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার অভিযোগে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতারক কথিত ছাত্রলীগ সদস্য শেখ সুজন নামে এক শিক্ষার্থীর কান ধরে উঠ-বস করা একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ৩ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, পাংশা সরকারি কলেজ ক্যাম্পাসে বেশ কিছু শিক্ষার্থীদের সামনে ব্লেজার পরিহিত একটি ছেলে কান ধরে উঠ-বস করছে। অপরদিক থেকে কেউ একজন উঠ-বস করা গুনছে। পরে বেশ কয়েকজন অভিযোগ করে বলছে শেখ সুজন তাদের থেকে ভর্তির কথা বলে ৩ থেকে ৫ হাজার করে টাকা নিয়ে ভর্তি করে নাই। ফলে তাদের এক বছর করে লোকসান হয়েছে। এই প্রতারকের তারা দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
ভিডিওতে আর দেখা যায়, ওই ছেলে কান ধরে বলছেন, সে আর কারও সাথে প্রতারণা করবে না। সবাই যেনো তাকে ক্ষমা করে দেয়। তাছাড়া সে ছাত্রলীগের কেউ না, শুধুমাত্র পাংশা কলেজের সাধারণ একজন ছাত্র। পরে ২০ বার কান ধরে উঠ-বস করে আবারও ক্ষমা চায় ওই ছেলে।
শেখ সুজন পাংশা হাবাসপুরের কাচারীপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে। সে পাংশা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পাংশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈমুর রহমান সোহাগ জানান, শেখ সুজন ছাত্রলীগের কেউ না। সে গত কয়েক বছর ধরে এভাবে প্রতারণা করে আসছে।
ইউএইচ/
Leave a reply