শেষ সময়ে বেড়েছে বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের ছোটাছুটি। নেতাকর্মীদের সাথে বৈঠক, গণসংযোগ আর উঠান বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের কাছে ভোট চাইছেন তাদের সহধর্মিনীরাও। তারাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হলে বরিশাল সিটিতে জলাবদ্ধ দূরীকরণকে প্রাধান্য দিয়ে কাজ করবেন বলে জানান। এদিকে প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
কেন্দ্রীয়ভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিলেও, নির্বাচন থেকে এখনও সরে দাঁড়াননি লাঙ্গলের প্রার্থী ইকবাল হোসেন তাপস। এছাড়া নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন অন্যান্য প্রার্থীরাও।
এদিকে স্বামীর পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন প্রার্থীদের সহধর্মীরাও। তারাও ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোট চাইছেন স্বামীর পক্ষে। একই সঙ্গে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
Leave a reply