ফরিদপুর প্রতিনিধি:
১২ বছরের শিশু জাভেদ। জাহাঙ্গীর কবিরাজ ও আঞ্জুয়ারা বেগম দম্পতির দুই মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জাভেদ। মাত্র আড়াই বছর বয়সে ব্লাড ক্যান্সার ধরা পরে জাভেদের। এরপর থেকে জাভেদের চিকিৎসা করাতে গিয়ে বাড়ি, জমি, অর্থ সব হারিয়ে নিঃস্ব পুরো পরিবার। টাকার অভাবে গত দেড় বছর ধরে সব ধরনের চিকিৎসা বন্ধ রয়েছে জাভেদের। এখন চোখে ইনফেকশন হওয়ায় নষ্ট হতে চলছে শিশু জাভেদের দৃষ্টিশক্তিও।
জাভেদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়রামপুর গ্রামে। বাবা জাহাঙ্গীর ভাগ্য অন্বেষণে ইরাকে গিয়েছিলেন। সেখানে মাত্র ২০ হাজার টাকা বেতনে কাজ করতেন একটি কোম্পানিতে। ছেলের এ অবস্থায় দেশে ফিরলে বেকার হয়ে পড়বেন ভেবে ফেরেননি। কিন্তু এখন ইরাকে অবৈধ হয়ে যাওয়ায়, চাকরিও চলে গেছে জাহাঙ্গীরের। গত কয় মাস যাবত পরিবারকে সংসার খরচও দিতে পারছেন না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইরাকে।
চোখের সামনে ছেলের কষ্ট পাওয়ার দৃশ্য দেখে আর চিকিৎসা না করাতে পারার বেদনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন জাভেদের মা আঞ্জুয়ারা।
কথা হয় জাভেদের খালা স্বপ্নার সাথে। তিনি জানান, এখন কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে তার ভিজিট দেয়া, একটা ঔষধ কিনা বা একটা পরীক্ষা-নিরীক্ষা করানোর কোনো অবস্থাই নেই আমাদের। চোখের সামনে দেখছি একটা ফুটফুটে ছেলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, চিকিৎসাটা করাতে পারছি না।
পারিবারিক সূত্র জানায়, জন্মের পর থেকেই জাভেদের জ্বর-ঠান্ডা কখনোই সারতো না। পরে ফরিদপুরের এক শিশু বিশেষজ্ঞের পরামর্শে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে জাভেদের শরীরে ব্লাড ক্যান্সারের জীবাণু ধরা পরে।
তখন জাভেদের বয়স আড়াই বছর। টাকার অভাবে গত দেড় বছর যাবত চিকিৎসা বন্ধ জাভেদের। সর্বশেষ দেখানো চিকিৎসক জানিয়েছিল ৫০ থেকে ৬০ লক্ষ টাকা প্রয়োজন জাভেদের চিকিৎসার জন্য। এত টাকাও তাদের নেই তাই চিকিৎসাও নেই। কিন্তু সম্প্রতি জাভেদের চোখে ইনফেকশন দেখা দিয়েছে। ধীরে ধীরে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছে সে। ছেলের এ কষ্ট সহ্য করতে না পেরে পরিবারের সদস্যরা এসেছিলেন ফরিদপুর প্রেসক্লাবে। তাদের আশা সাংবাদিকরা অসহায় জাভেদের কথা তুলে ধরলে, দেশের হৃদয়বান মানুষদের নজরে আসলে নিশ্চয়ই জাভেদের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে।
দেশ ও প্রবাসের হৃদয়বান ভাই, বন্ধু, স্বজন সকলের কাছে আবেদন রাখছি, আসুন সবাই মিলে জাভেদের পাশে দাঁড়াই। আপনাদের সকলের একটু একটু ভালবাসাই সুস্থ করে তুলতে পারে জাভেদকে।
জাভেদকে সহায়তা পাঠাতে জাভেদের মায়ের মোবাইলে (বিকাশ) ০১৭৮১৩৪৬২৬০ অথবা ফরিদপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেলের মোবাইলে (বিকাশ) ০১৭২৫৩৬৫৭৭২ যোগাযোগ করতে পারবেন।
এএআর/
Leave a reply