শীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক বানাবে সংযুক্ত আরব আমিরাত!

|

শীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক বানাবে আরব আমিরাত। দুবাইতে এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। খবর স্টার্ট আপ পাকিস্তানের।

খবরের সূত্র অনুযায়ী, দুবাইয়ের দক্ষিণে শীতাতপ নিয়ন্ত্রিত সড়কটির দৈর্ঘ্য ২ কিলোমিটার হবে। মূলত দেশের বাইরে থেকে সেখানে যাওয়া পর্যটকদের মূল আকর্ষণ হবে এটি। এর আশপাশ থাকবে কাঁচ ঘেরা।

এই সড়কে হবে শিশুদের জন্য নিরাপদ। থাকবে, কেনাকাটার স্থান, বাণিজ্যিক স্থান, রেস্তোরাঁ, সিনেমা থিয়েটার, নাইট লাইফ উপভোগের জায়গা, শিশুদের খেলার এলাকা, ভূগর্ভস্থ গাড়ি পার্কিংসহ আরও অনেক কিছু।

খবর অনুযায়ী, আজিজি ডেভেলপমেন্ট প্রায় ২০ মিলিয়ন দিরহাম এই প্রজেক্টে বিনিয়োগ করবে। যা দিয়ে তৈরি হবে বিলাসবহুল ভিলা, বাসস্থান, বাণিজ্যিক এবং বিনোদনের স্থানসহ নানা স্থাপনা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply