‘রোহিঙ্গা ইস্যুতে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত গাম্বিয়া থামবে না’

|

রোহিঙ্গা ইস্যুতে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত গাম্বিয়া থামবে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে। এমনটা জানিয়েছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই শেষে এ কথা জানান তিনি। জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ-গাম্বিয়ার একসাথে কাজ করতে এই সমঝোতা স্মারক সই করা হয়।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তারা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার আইনি লড়াই মানবাধিকারের প্রশ্নে দৃষ্টান্ত হয়ে থাকবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাম্বিয়া বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply