করাচি সমুদ্র উপকূলে সন্ত্রাসবাদ বিরোধী মহড়া চালিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। রোববার (১২ ফেব্রুয়ারি) ছিল নজরকাড়া সামরিক প্রশিক্ষণ। খবর ডনের।
এ নিয়ে পাক সেনাবাহিনীর মুখপাত্র জানান, আমান টোয়েন্টি থ্রি নামের এই মহড়ার মূল উদ্দেশ্য হলো সমুদ্রসীমা নিরাপদ রাখা। জলপথ ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তান সীমান্তে প্রবেশ করে, এমন দাবিও করেছে দেশটির নৌবাহিনী। সন্ত্রাসীদের এ পরিকল্পনা নস্যাৎ করার নানা কসরত দেখানো হয় প্রশিক্ষণে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণের অত্যাধুনিক কৌশল রপ্ত করেন পাকিস্তানের নৌ-সেনারা।
পাঁচদিনের এই মহড়ায় নিজস্ব কলাকৌশল দেখাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ার সামরিক দল। পারস্পরিক অভিজ্ঞতাও ভাগ করে নেবেন তারা।
এসজেড/
Leave a reply