সাইক্লোন গ্যাব্রিয়েলের তাণ্ডবে বিপর্যস্ত নিউজিল্যান্ডের উপকূল

|

নিউজিল্যান্ডের উপকূলে আছড়ে পড়েছে সাইক্লোন ‘গ্যাব্রিয়েলে’। এর তাণ্ডবে এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে উপকূলবর্তী একাধিক এলাকা। বিদ্যুৎবিচ্ছিন্ন ৫৮ হাজারেরও বেশি গ্রাহক। এরই মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক স্থানে। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরেই স্থলভাগে আঘাত হানে ক্যাটাগরি-টু ঘূর্ণিঝড়টি। পরিস্থিতি মোকাবেলায় নর্থল্যান্ড ও অকল্যান্ডে বহাল রয়েছে জরুরি অবস্থা। বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্টও জারি করা হয়েছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরইমধ্যে ঘরবাড়ি ও একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ে বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, অঞ্চলগুলোতে বিদ্যুতের পুনঃসংযোগ দিতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। অবশ্য সাইক্লোনটি আঘাত হানার আগেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply