নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র পায়েলকে নদীতে ফেলে হত্যার ঘটনায় জড়িত হানিফ পরিবহনের চালক ও সহকারীদের কঠোর সাজার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে সন্দীপ এসোসিয়েশন। বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা নির্মম এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। পরিবহন খাতে শৃঙ্খলা আনার দাবিও জানান তারা।
শনিবার রাতে হানিফ পরিবহনের বাসে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরছিলেন সাইদুর রহমান পায়েল। যানজটের কারণে মুন্সীগঞ্জে বাস থামলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন তিনি। গাড়ি ছেড়ে দিলে দৌঁড়ে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে আহত ও জ্ঞান হারিয়ে ফেলেন পায়েল। দুর্ঘটনা ধামাচাপা দিতে চালক, সহকারী ও সুপারভাইজার পায়েলকে নদীতে ফেলে দেয়।
Leave a reply