আইসিসির জানুয়ারি মাসের সেরা শুভমান গিল

|

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জানুয়ারি মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন শুভমান গিল। স্বদেশি মোহাম্মদ সিরাজ এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করলেন ভারতের এই ওপেনার। গত মাসে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমান।

সাদা বলের ক্রিকেটে সিরাজ ও কনওয়ে ভালো ছন্দে ছিলেন। তবে সবাইকে ছাপিয়ে জানুয়ারির সেরা প্লেয়ার শুভমান। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক মঞ্চে এই ফরম্যাটে অভিষেক হয় শুভমানের। যদিও প্রথম দুই ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হন শুভমান। তার স্কোর ছিল যথাক্রমে ৭ ও ৫। তৃতীয় ম্যাচে ৩৬ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২০৭ রান করেন শুভমান। এর মধ্যে একটি করে শতরান ও অর্ধশতরানের ইনিংস রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই নিজেকে প্রমাণ করেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ১২৬ রানের অপরাজিত ইনিংস। যা ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস।

ছবি: সংগৃহীত

একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রেকর্ড গড়েছেন শুভমান। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। প্রথম ম্যাচে ১৪৯ বল খেলে ১৯ বাউন্ডারি আর ৯ ছক্কায় ২০৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটার। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি নিজের দখলে নেন শুভমান।

এরপর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৪০ রান এসেছিল শুভমানের ব্যাট থেকে। আর সিরিজের শেষ ওয়ানডেতে আবারও সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। সবমিলিয়ে তিন ম্যাচের এই সিরিজে প্রায় ১৭৬ গড়ে ৩৫৬ রান করেন তিনি।

সেরার মনোনয়নে থাকা কনওয়ে ২০২৩ সালের শুরুটা দারুণভাবে করেন। বছরের প্রথম মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে দুই হাফ সেঞ্চুরির পাশাপাশি তিন সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক মেরে শুরু করেছিলেন। তবে পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। আর সিরিজ শেষ করেছেন হাফ সেঞ্চুরি করে।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুরুটা অবশ্য ভালো করতে পারেননি কনওয়ে। সিরিজের প্রথম দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ১০ ও ৭ রান। তবে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ১৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও কথা বলেছে তার ব্যাট। খেলেছেন ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস।

কনওয়ে-গিলের সঙ্গে মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে ছিলেন সিরাজ। জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে রঙ ছড়াচ্ছেন তিনি। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষস্থানে আছেন এই পেসার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন সিরাজ। যেখানে এক ম্যাচেই ৪৬ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply