‘শিরোপা প্রতিযোগিতা এখনও শেষ হয়নি’

|

ছবি: সংগৃহীত

চলতি বছরে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। দুর্দান্ত পথচলায় লা লিগায় ভিয়ারিয়ালকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের স্বাদ পেয়েছে কাতালান ক্লাবটি। তবে, এখনও লা লিগার শিরোপা প্রতিযোগিতা শেষ হয়নি বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

মৌসুমের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বার্সেলোনা। ইউরোপীয় লড়াইয়ে হোঁচট খাওয়া দলটিই এখন লা লিগায় রীতিমতো দৌড়াচ্ছে। ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট তুলে নিয়ে শিরোপা-দৌড়ে অনেকটাই এগিয়ে জাভি হার্নান্দেজের দল। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদদের পয়েন্ট ২০ ম্যাচে ৪৫।

ভিয়ারিয়ালের মাঠে রোববার ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। প্রথমার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে তারা। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেও ম্যাচে ভিয়ারিয়াল বেশ কয়েকবার সমস্যায় ফেলেছিল বার্সেলোনাকে। প্রতিপক্ষের খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্নও হতে পারতো।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে জাভি বলেন, আমি খুশি। এ ধরনের অনুকূল ফলের ধারাবাহিকতা বিশেষ ব্যাপার। বোঝা যাচ্ছে, আমরা একটা শক্তিশালী দল হতে পেরেছি। পরিশ্রম করছি, মনোযোগী আছি। এখনও অনেক পয়েন্ট জেতার বাকি আছে। আমরা যে ফর্মে আছি তা অসাধারণ, তবে আমরা এখনও কিছু জায়গায় উন্নতি করতে পারি। ১১ পয়েন্ট (রিয়ালের জন্য) অনতিক্রম্য দূরত্ব নয়। মনে রাখতে হবে, এখনো আমাদের ১৭টি ম্যাচ বাকি।

ছবি: সংগৃহীত

চলতি আসরে এখন পর্যন্ত মাত্র ৭টি গোল হজম করেছে বার্সেলোনা, ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে যে কোনো দলের চেয়ে যা ৬টি কম। জাভি বলেন, রক্ষণের দিকটা আমাদের প্রধান অস্ত্র নয়, তবে এটি আমাদের জন্য ফলাফল নিয়ে আসছে। রবার্ট (লেভানদোভস্কি) থেকে রক্ষণ শুরু হয়, যা খুব লক্ষ্যনীয়। ভিয়ারিয়ালকে আমরা বড় কোনো সুযোগ দিইনি এবং আমরা খুব খুশি হয়ে ফিরে যাচ্ছি।

বার্সেলোনার পরের ম্যাচ বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইউরোপা লিগে, প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply