সোশ্যালমিডিয়া ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস নিয়ে কাজ করা ওয়েবসাইট নেপোলিয়নক্যাট জানিয়েছে, গত ৬ মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা কমেছে বাংলাদেশে। যদিও, ফেসবুকের মূল কোম্পানি মেটা বাংলাদেশে ফেসবুক বা অন্যান্য সোশ্যালমিডিয়া ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।
নেপোলিয়নক্যাট জানিয়েছে, গত ৬ মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমেছে ২১ শতাংশ, যেটি সংখ্যার হিসেবে ১.২৪ কোটি। ২০২২ সালের জুলাইয়ে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫.৮৯ কোটি, আর ২০২৩ সালের জানুয়ারিতে এসে সংখ্যাটি নেমেছে ৪.৬৫ কোটিতে।
শুধু ফেসবুকই না। গত ৬ মাসে ব্যবহারকারীর সংখ্যাও কমেছে অন্য সোশ্যাল মিডিয়াগুলোরও। গত ৬ মাসে বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমেছে ৬ লক্ষ ৭০ হাজার। আর, মেসেঞ্জারের ব্যবহারকারী কমেছে ১ কোটি। এমনকি, গত ডিসেম্বরেও যেখানে বাংলাদেশে লিংকডইনের ব্যবহারকারী ছিলেন ৫০ লক্ষ; জানুয়ারিতে তা নেমেছে মাত্র ১৮ লক্ষে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত দেয়া মেটার তথ্য অনুযায়ী, সবচেয়ে সক্রিয় ব্যবহারকারীর হিসেবে বাংলাদেশ রয়েছে মোস্ট অ্যাকটিভ ইউজার গ্রোথ তালিকার ৩য় স্থানে। আর, আন্তর্জাতিক ডাটা ফার্ম স্ট্যাটিস্টা’র দেয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে ৪৪.৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী ছিলেন।
/এসএইচ
Leave a reply