ইরানী সেনাবাহিনীর বিশেষায়িত বিভাগ রেভ্যুলেশনারি গার্ডের এক জেনারেল এবার যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি বার্তা দিলেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিনীদের সাবধান করে দিয়ে তিনি বলেন, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব ধ্বংস করে দেয়া হবে।
ইরানকে হুমকি দিয়ে ট্রাম্পের করা টুইটের প্রতিক্রিয়ার এ কথা বলেন দেশটির এলিট রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মাজ গেন সোলেইমানি।
একজন সেনা হিসেবে ট্রাম্পের হুমকির জবাব দেয়াকে নিজের কর্তব্য বলে জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের সূচনা করলে তার শেষ করবে ইরান। মার্কিনীদের জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি ।
সোলেইমানি ট্রাম্পকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমরা আপনার এতটা কাছে যে আপনারা কল্পনাও করতে পারেন না। আমরা প্রস্তুত আছি। আপনি জানেন যে, যুদ্ধ শুরু করলে আপনার যা কিছু আছে তার সব হারাবেন আপনি”।
২০১৫ সাল থেকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকা ইরানের চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। চলতি বছরের মে মাসে এই চুক্তিতে নিজেদের আর রাখতে চায়নি ওয়াশিংটন। মূলত এরপর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে শুরু হয় বাকযুদ্ধ।
Leave a reply