Site icon Jamuna Television

সরকারের সঠিক সিদ্ধান্তে বৈশ্বিক প্রতিকূলতার মাঝেও এগোচ্ছে পোশাক খাত: প্রধানমন্ত্রী

সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে বৈশ্বিক নানা প্রতিকূলতার মাঝে পোশাক খাত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবস উদযাপন এবং ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে বিশ্বের অনেক উন্নত দেশ থেকে এগিয়ে আছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে পোশাক খাত।

প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের উদ্যোগের কারণে হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। গবেষণার মাধ্যমে এটিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।

/এমএন

Exit mobile version