রংপুর রাইডার্সে যোগ দিলেন স্যাম বিলিংস

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের উঠার লড়াইয়ে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্স। অঘোষিত সেমিফাইনালে মাঠে নামার আগে স্বস্তির খবর এলো রংপুর শিবিরে। দলটিতে যোগ দিলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস।

রংপুর নিজেদের সর্বশেষ ম্যাচে মাঠে নামার আগে উড়িয়ে এনেছিল ৪ বিদেশি ক্রিকেটারকে। যার মধ্যে ছিলেন ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, দাসুন শানাকা ও মুজিব উর রহমানকে। এবার আরও শক্তি বাড়াতে ইংলিশ ব্যাটার স্যাম বিলিংসকে উড়িয়ে এনেছে রংপুর রাইডার্স।

স্যাম বিলিংস অবশ্য পিএসএল খেলার জন্য বাংলাদেশ সফরের ইংল্যান্ড স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন। বিপিএলে শেষে তিনি পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। বিলিংস আইএল টি-টোয়েন্টিতে রানার্স আপ দল ডেজার্ট ভাইপার্সের হয়ে ১২ ম্যাচে করেছেন ৩১.৬৬ গড়ে ২৮৫ রান। চার মেরেছেন ২২টি, কিন্তু ছয় মাত্র ৪টি। ২৫৫ বল থেকে ২৮৫ রান করায় স্ট্রাইক রেটও মাত্র ১১১.৭৬।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply