লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়ার একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, অগ্নিকাণ্ডের ফলে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থসহ অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এদিকে, ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে বিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে, স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে বেলা দেড়টার দিকে পার্শ্ববর্তী রামগঞ্জ ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply