দিন দিন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজিত বসন্ত উৎসবে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠালে সমস্যা বাড়তে থাকবে। যার খেসারত দিতে হবে বাংলাদেশকে। রোহিঙ্গাদের যাতে কোনো জঙ্গি গোষ্ঠী ব্যবহার না করতে পারে, সেজন্য ক্যাম্পে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ইউএইচ/
Leave a reply