বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার সোহেলী আক্তার। যমুনা টিভির কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকারও করেছেন তিনি। ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানান সোহেলী। বলেন, তিনি কেবল মধ্যস্থতা করেছেন। কোনো ভুল করেননি বলেও দাবি তার।
ক্রিকেটের অপরাধ জগতের কালো এক ছায়া ম্যাচ ফিক্সিং! কাঁচা টাকার গন্ধ এখানে টেনে নেয় সহজ-সরল ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট যে কাউকে। বছর চার/পাঁচ আগে ক্রিকেটের এই অন্ধ জগতকে আলজাজিরা টেলিভিশন দর্শকদের সামনে উপস্থাপন করে স্টিং অপারেশনের মাধ্যমে।
এই জগতে এবার পা রেখে ফেলেছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার সোহেলী আক্তার। দ. আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সেই দলের এক সদস্যকে এবার ফিক্সিংয়ের প্রস্তাব দিলেন তিনি। আর ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়ার বিষয়টি যমুনা টেলিভিশনের কাছে স্বীকারও করেছেন সোহেলী নিজেই।
সোহেলী বলেন, তিনি এই প্রস্তাব পেয়েছেন আকাশ নামের জনৈক জুয়াড়ির কাছ থেকে। তিনি শুধু মধ্যস্থতার কাজটি করেছেন।
ইউএইচ/
Leave a reply