আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রতিনিধি হতে চান পাঞ্জাবি বাবা-মায়ের সন্তান নিকি। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন ৫১ বছর বয়সী নিকি। এদিকে রিপাবলিকানদের হয়ে এ পদে পুনরায় নির্বাচনের ঘোষণা আগেই দিয়েছেন ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
নিকির পুরো নাম নিম্রতা নিকি রণধাওয়া হ্যালে। তার জন্ম আমেরিকার দক্ষিণ ক্যারোলিনাতে। তবে তার বাবা-মা দু’জনেই ভারত থেকে আমেরিকায় গিয়েছিলেন অভিবাসী হিসেবে। বাবা অজিত সিংহ রণধাওয়া ছিলেন পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা রাজ কউর রণধাওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী ছিলেন। তিনিও আমেরিকায় অধ্যাপনা করেছেন। পরে নিজেদের পোশাকের ব্যবসাও শুরু করেন।
নিকি জাতিসংঘে আমেরিকার দূত ছিলেন। এছাড়া তিনি দক্ষিণ ক্যারোলিনার গভর্নরও ছিলেন। সম্প্রতি তিনি নিচের প্রচারণায় আমেরিকায় বর্ণবৈষম্যের প্রসঙ্গকে গুরুত্ব দেন। একইসঙ্গে বাইডেন সরকারের বেশ কিছু নীতিরও সমালোচনা করেছেন।
এএআর/
Leave a reply