দল-মত যা-ই থাকুক, মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো নিজেদের কর্তব্য মনে করে আওয়ামী লীগ; এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ‘৭৫ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা অবহেলিত থাকলেও বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দেশের বিভিন্ন জেলার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে পাঁচ হাজার বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ২০২৩ সালের মাঝেই মোট ৩০ হাজার বীর নিবাসের কাজ শেষ করা হবে।
সরকার প্রধান আরও বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা অবহেলিত ছিল। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা জাতির জন্য লজ্জার বিষয়। বাংলাদেশের ওপর যাতে আর কালো থাবা না পড়ে, সেজন্য দেশবাসীকের সর্তক থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এছাড়া, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে সরকারকে খুবই হিসেব করে চলতে হচ্ছে উল্লেখ্য করে দেশের মানুষকে মিতব্যায়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এমএন
Leave a reply