পাকিস্তানে নির্বাচনের ফল প্রত্যাখ্যান ৭ রাজনৈতিক দলের

|

নানা অনিয়মের অভিযোগ তুলে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দেশটির ৭টি রাজনৈতিক দল। রাজধানী ইসলামাবাদে হওয়া জরুরি বৈঠকে স্বচ্ছ ও নিরপেক্ষ পুনঃনির্বাচনের আহ্বান জানান তারা।

এ বৈঠকের নেতৃত্ব দেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ এবং MMA প্রেসিডেন্ট মৌলানা ফজলুর রেহমান। তাদের দাবি, ২৫ জুলাই’র নির্বাচন একটি প্রহসন মাত্র, ভোটাররা সেখানে ছিলেন হাতের পুতুল।

এসময়, ইমরান খানের দল- পিটিআই’র দাবি করা আসন সংখ্যা ও জয়ের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করে, দলগুলো।

এদিকে, ২৭২ আসনের পার্লামেন্টে ২৬৬ আসনের ফল প্রকাশ করা হয়েছে। যার মধ্যে, ১১৭ আসন পেয়ে এগিয়ে রয়েছে তেহরিক ই ইনসাফ। যার কারণে সরকার গঠনের ডাকও দিয়েছেন ইমরান খান। এরপরই, PMLN পেয়েছে ৬৪ এবং PPP পেয়েছে ৪৩ আসন।

এদিকে, নির্বাচনের দু’দিন পরও পূর্ণাঙ্গ ফল প্রকাশিত না হওয়ায়; উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply