ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি আকসুকে জানিয়েছেন লতা মণ্ডল

|

ছবি: লতা মন্ডল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় থাকা লতা মণ্ডল ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি  আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) জানিয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করবে আইসিসি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল। বিসিবি এই বিষয় সম্পর্কে অবগত আছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া নিয়ে যমুনা টেলিভিশনের কাছে স্বীকারোক্তি দিয়েছেন আরেক ক্রিকেটার। প্রস্তাব পাওয়া ক্রিকেটার এ বিষয় সাথে সাথেই আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে জানিয়েছেন। বিসিবি এই বিষয়ে কোনো তদন্ত করতে পারবে না, পুরো বিষয়টি দেখা হবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট থেকে। এমনটাই জানিয়েছেন শফিউল আলম চৌধুরি নাদেল।

প্রসঙ্গত, বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় দলের ক্রিকেটার লতা মণ্ডলকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার সোহেলী আক্তার। যমুনা টিভির কাছে প্রস্তাব দেয়ার কথা স্বীকারও করেছেন তিনি। ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন সোহেলী। হিট আউট হলে ২০ লাখ এবং স্ট্যাম্পিং হলে ৫ লাখ টাকা দেয়ার কথা লতাকে বলেন সোহেলী। তিনি শুধু মধ্যস্থতা করছেন বলেও লতা মণ্ডলকে জানিয়েছেন সোহেলী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply