তিন সিটি নির্বাচনের গণসংযোগ শেষ হচ্ছে আজ

|

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন আজ । আর তাই শেষ সময়ের প্রচারণায় অনেকটা ব্যস্ততায় সময় কাটাচ্ছেন প্রার্থীরা। প্রচারের শেষ বেলায় ভোটের অঙ্ক মেলাতেও ব্যস্ত মেয়রপ্রার্থীরা।

তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা ভাটা পড়েছে প্রচারে তবুও তা উপেক্ষা করেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রর্থীরা। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে এই তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ।

গত ১০ জুলাই থেকে শুরু হয় সিটি নির্বাচনের প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র-কাউন্সিলর প্রার্থীরা। শেষ মূর্হুতে অংশ নিচ্ছেন তাদের স্বজনরাও।

প্রচারণায় নেমে নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগও করেন বড় দুই দলের মেয়র প্রার্থীরা।

তবে সব কিছুর অবসান ঘটিয়ে আজ মধ্যরাতে গণসংযোগ শেষ করার নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply