ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

|

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন আরও তিন পুলিশ কর্মকর্তা৷

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করেন৷

বিষয়টি নিশ্চিত করেন এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ৷

তিনি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) কর্ণ কুমার, শেখ ফরিদ ও মতিউর রহমান সাক্ষ্য দিয়েছেন৷ এ মামলায় এখন পর্যন্ত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত৷ এর আগে মামলার বাদী (ভুক্তভোগী নারী), পুলিশ কর্মকর্তা, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা, রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সাক্ষ্য দিয়েছেন৷

সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়৷ দুপুর দুইটার পর সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবারও নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয় বলে জানান পিপি৷

তিনি বলেন, এ মামলার পরবর্তী তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করেছেন৷

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক৷ ওইদিন তাকে কর্মী-সমর্থকরা ছিনিয়ে নিয়ে যাবার পর ওই নারী ৩০ এপ্রিল মামুনুল হককে আসামি করে সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভনে একটি ধর্ষণ মামলা করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply