হজে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হলো বায়োমেট্রিক

|

সৌদি আরবে হজ ও ওমরায় যাওয়ার আগে বাংলাদেশি মুসল্লিদের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ অনলাইনে সংযুক্ত করতে হবে বলে জানিয়েছেন তাসির প্রকল্প প্রধান আহমদ আল জোয়াইদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে সৌদি দূতাবাসের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ভিসার আবেদন প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের জালিয়াতি না হয় সেজন্যই এই উদ্যোগ। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ হজযাত্রীর দেশ হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার।

হজ, ওমরা, জিয়ারতের উদ্দেশে বিমানবন্দরে যাওয়ার আগেই বাংলাদেশে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে। এই সেবা দিতে সৌদি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবে বলেও জানান আহমদ আল জোয়াইদ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply