ক্যানসার হাসপাতালে আনসার-স্টাফ সংঘর্ষ, আহত ৬

|

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার ও স্টাফদের মধ্যে সংঘর্ষে ছয়জন আনসার সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পৌনে ৬টায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনসারের সহকারী প্লাটুন কমান্ডার সেকেন্দার আলী গণমাধ্যমে বলেন, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক চিকিৎসকের সাথে এক আনসার সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চিকিৎসক আনসার সদস্যকে চড় মারেন। এ নিয়ে দু’জনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। বুধবার সকালে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আনসার সদস্য ও স্টাফদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ছয়জন আনসার সদস্য আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত আনসার সদস্যদের মধ্যে একজনের মাথায় আঘাত এবং বাকি পাঁচজনের শরীরে আঘাত ও জখম রয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply