গাজীপুরে নির্মাণাধীন কারখানার ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৬

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ শ্রমিক। এছাড়াও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন তাদের স্বজনরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি হ্যামস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি জানিয়েছেন।

নিহত আরিফুল ইসলাম (২১) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশীরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। তিনি ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। অপর নিহত শ্রমিক শ্রী মকুল চন্দ্র বর্মণ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নানিয়াটেক গ্রামের শ্রী রজনী চন্দ্র বর্মণের ছেলে। এছাড়া গুরুতর আহত নির্মাণ শ্রমিক মামুন মিয়া (২৮) কুড়িগ্রাম জেলার কাচাকাটা উপজেলার বকুলতলা গ্রামের কাছু মিয়ার ছেলে। তাত্ক্ষণিকভাবে অন্য ৫ আহতের নাম জানা যায়নি।

এবিষয়ে জানতে চাইলে কারখানার জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, আমি খুবই ব্যস্ত রয়েছি। আপনার সঙ্গে পরে কথা বলবো।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। আরও কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও জানা যায় নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply