রমজানে চালের জন্য মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না: খাদ্যমন্ত্রী

|

ব্রিফিংকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রমজানে চালের জন্য মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পরবে না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এখন রেকর্ড চালের মজুদ আছে সরকারের কাছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের সংগ্রহ ও মজুদ ভাল। এ বছর ২০ লাখ ৩৩ হাজার ৯২৮ মেট্রিক টন চাল মজুদ আছে। গত বছর এ সময় মজুদ ছিলো ১৯ লাখ ৯৫ হাজার। তবে ধান সংগ্রহে এবার সরকার জোর দিচ্ছে না। কেননা বেসরকারী মিল মালিকদের কাছ থেকে কৃষকরা ভাল দাম পাচ্ছেন। ডলারের দাম ও উৎপাদন খরচ মিলিয়ে চালের দাম যে নিয়ন্ত্রনে আছে এটাই বড় সাফল্য, বলে দাবি খাদ্যমন্ত্রীর।

মন্ত্রী আরও বলেন, এরপরও দাম বেশি হওয়ায় দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসুচী আছে। আর, মধ্যবিত্তদের ৫০ ভাগই ওএমএসে চাল নিচ্ছেন। বৈশ্বিক সংকট থাকলেও এবার আমনের ভাল ফলন হয়েছে। বোরোতেও ভাল ফলন হবে বলে আশা করছি। তাহলে খাদ্য নিয়ে সংকট থাকবে না।

ওএমএস সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস কার্যক্রম চলবে। ওএমএসে চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসুচি শুরু হবে। এতে আরও কম দামে ১৫ টাকা করে ৩০ কেজি চাল দেয়া হবে ৫০ লাখ পরিবারকে।

মন্ত্রী আরও জানান রমজান ও ঈদকে ঘিরে ১ কোটি পরিবারকে বিনে পয়সায় দরিদ্রদের ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়ার পরিকল্পনা আছে সরকারের।

/এসএইচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply