বিপিএল ফাইনালের দুই দলের সম্ভাব্য একাদশ

|

ছবি: সংগৃহীত

আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের সেরা দুই দলের লড়াইয়ে কার হাতে উঠবে শিরোপা? কুমিল্লার যেখানে আছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মঈন আলীদের মতো বিধ্বংসী তারকা; সেখানে সিলেটের ভরসা দেশি তারকাদের ওপর।

শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী লড়াই। বিপিএলে এখন পর্যন্ত শিরোপা জেতা হয়নি সিলেটের। এবার মাশরাফীর নেতৃত্বে বদলে যাওয়া দলটি রীতিমতো চমক দেখিয়ে নিশ্চিত করেছে ফাইনাল।

মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের নিয়ে কুমিল্লার গড়া দলটা যে বড্ড ভয়ঙ্কর। এই তিন তারকার একজনই যে যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়।

প্রথম তিন ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর কুমিল্লার জয়রথটা থামাতে যে কঠিন পরিকল্পনার ছক কষতে হবে সিলেটকে সেটা নিয়ে সংশয় নেই। এই তিন বিদেশি তারকাকে ছাপিয়ে দেশিদের মাঝে তরুণ স্পিনার তানভীর ইসলাম ছিলেন বল হাতে দারুণ ছন্দে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্ভাব্য একাদশ:

লিটন কুমার দাস, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, জাকের আলী, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

সিলেট স্ট্রাইকার্সের সম্ভাব্য একাদশ:

তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, থিসারা পেরেরা, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), জর্জ লিন্ডে, লুক উড, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply