জলাশয়ে বর্জ্য ফেলার কারণে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে: পরিবেশ মন্ত্রী

|

অবৈধভাবে জলাশয়ে বর্জ্য ফেলার কারণে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। যা মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান। বলেন, দ্রুত নগরায়নের ফলে দেশে কঠিন বর্জ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যা নগর পরিষেবার জন্য চাপ সৃষ্টি করছে।

শাহাব উদ্দিন আরও বলেন, উপকূলীয় এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা তৈরি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সময় বক্তারা যেকোনো জায়গায় বর্জ্য না ফেলার আহ্বান জানান। একইসঙ্গে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ারও আহ্বান জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply