বিপিএলে সাকিবের রেকর্ডে ভাগ বসালেন মাশরাফী

|

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসানের নামের পাশে ভাগ বসালেন সিলেট স্ট্রাইকার্সের কাপতান মাশরাফী বিন মোর্ত্তজা।

এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ ৫টা ফাইনাল খেলেছেন সাকিব আল হাসান আজকে ফাইনাল ম্যাচে সিলেটের হয়ে মাশরাফী মাঠে নামলেই সাকিবের রেকর্ডে ভাগ বসাবেন। অর্থাৎ দু’জনই হবেন যৌথভাবে সর্বোচ্চ ৫ বার বিপিএলের ফাইনাল খেলা প্লেয়ার।

এদিকে, এবারের বিপিএলে শিরোপার লড়াইয়ে টস জিতে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সিলেট প্রথমে ব্যাটিং করবে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ:
লিটন দাস, সুনিল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

সিলেট স্ট্রাইকার্সের একাদশ:
তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply