গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক কিশোরসহ অন্তত দুই ফিলিস্তিনি। শুক্রবার প্রতিবাদ আন্দোলনে চালানো হামলায় আহত হন আরও ১৮৪ জন।
জুমা’র নামাজের পর নিজেদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নামেন কয়েক হাজার ফিলিস্তিনি। এসময় তারা গাজা উপত্যকায় বিক্ষোভ প্রদর্শন করলে, তাদের লক্ষ্য করে ড্রোন থেকে টিয়ারগ্যাস ছোঁড়া হয়। চালানো হয় এলোপাতাড়ি গুলিও।
ঘটনাস্থলেই প্রাণ হারায় ১২ বছরের এক কিশোর ও এক নারী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
চলতি বছর মার্চ মাস থেকে নিজ ভূমিতে ফেরার আন্দোলনে ‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ কর্মসূচি করছে ফিলিস্তিনিরা। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৫১ জনের। আহত হয়েছেন প্রায় ১৬ হাজারেরও বেশি।
Leave a reply