সারা পৃথিবীতে ১০০ কোটির বেশি টিকটক ব্যবহারকারীর সংখ্যা। এই প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করে তারকা খ্যাতি পেয়ে গেছেন অনেকেই। এবার জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের আয় করার সুযোগ করে দিচ্ছে টিকটক কর্তৃপক্ষ। খবর গ্যাজেটএনি’র।
সংবাদের সূত্র অনুযায়ী, এ উদ্যোগের আওতায় ভিডিও বিনিময়ের এই নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ‘পেওয়াল ভিডিও’ নামের নতুন সুবিধা।
ভিডিও নির্মাতারা তাদের বিশেষায়িত কিছু ভিডিও ‘পেওয়াল’ নামক অপশনে অ্যাড করতে পারবেন। নির্মাতারা দর্শকদের কাছ থেকে এই ভিডিওর বিনিময়ে অর্থও নিতে পারবেন। অর্থাৎ টাকা পরিশোধ করলেই শুধুমাত্র এই সকল ভিডিও দেখতে পারবেন দর্শকরা।
এছাড়া ২০২০ সালে চালু হওয়া ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নির্মাতারা। নতুন এ উদ্যোগের আওতায় ভবিষ্যতে ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে বেশি আয় করা যাবে।
এটিএম/
Leave a reply