Site icon Jamuna Television

অনবদ্য কোচ সালাহউদ্দিন

ফাইল ছবি

পর্দা নেমেছে বিপিএল’র নবম আসরের। ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ও বিপিএল আসরের সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর কুমিল্লার প্রতিবার জয়ের পেছনে নেপথ্যের নায়ক হিসেবে আছেন কোচ সালাহউদ্দিন।

২০১৫, ২০১৮, ২০২২ ও সবশেষ ২০২৩ সালে বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর প্রতিবারেই এই দলের কোচ হিসেবে আছেন সালাহউদ্দিন।

এবারের আসরের শুরুতে টানা ৩ ম্যাচ হারার পর অনেকেই ধরে নিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়নরা হয়তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে চলেছে। কিন্তু নেপথ্যে থেকে খেলোয়াড়দের শক্তি জুগিয়ে কৌশলে পরিবর্তন এনে টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন করালেন কুমিল্লাকে।

দেশের ক্রিকেটারদের ক্রিকেট মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তুললেও তার ক্রিকেট মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

ঘরোয়া অন্যান্য লিগেও সফলতার সাথে কোচিং করিয়ে আসছেন তিনি। এ ছাড়া অনেক ক্রিকেটারই ব্যক্তিগত সমস্যা সমাধানে ছুটে যান তার কাছে। সেই তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হকদের মতো ক্রিকেটাররা। 

সবশেষে তাকে দেশসেরা কোচ বললেও অত্যুক্তি হবে না।

/এনএএস

Exit mobile version